Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

Let's resurrect Potaka.io #24

Open
wants to merge 2 commits into
base: master
Choose a base branch
from
Open
Show file tree
Hide file tree
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
76 changes: 42 additions & 34 deletions docs/variable.md
Original file line number Diff line number Diff line change
@@ -1,68 +1,76 @@
# ভ্যারিয়েবল
ভ্যারিয়েবল হচ্ছে একটি পাত্র বা বাক্স যেখানে আপনি ভ্যালু বা ডাটা রাখতে পারবেন। ভ্যারিয়েবলে রাখা ডাটা বা ভ্যালু সর্বদাই পরিবর্তনশীল। প্রতিটি ভ্যারিয়েবলে একটা নাম থাকবে(আইডেন্টিফায়ার), আপনি যখন ওই নাম ধরে জিজ্ঞেস করবেন আপনাকে তখনকার ভ্যালুটা দিয়ে দিবে। ভ্যারিয়েবল নিয়ে আরো জানতে
<a href="https://theshahzada.blogspot.com/2015/04/what-is-variable.html" target="_blank">লিংক ১</a>, <a href="http://tech.priyo.com/tutorial/2014/9/30/260a67.html" target="_blank">লিংক ২</a> ভিজিট করুন।

ভ্যারিয়েবল

পতাকায় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে <b>"ধরি"</b> কিওয়্যার্ড ব্যবহার করা হয়। ভেরিয়বলের নাম বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হবে নামে কোন স্পেস দেয়া যাবে না, সেক্ষেত্র আন্ডারস্কোর ( _ ) ব্যবহার করতে পারবেন
ভ্যারিয়েবল হচ্ছে একটি পাত্র বা বাক্স যেখানে আপনি মান বা ডেটা সংরক্ষণ করতে পারেন। ভ্যারিয়েবলে রাখা ডেটা বা মান পরিবর্তনযোগ্য

### সিন্ট্যাক্স
প্রতিটি ভ্যারিয়েবলে একটি নাম থাকবে (আইডেন্টিফায়ার) এবং তার বিপরীতে একটি মান সংরক্ষিত থাকবে। আপনি যখনই ওই নাম ধরে জিজ্ঞেস করবেন তখনই তার মধ্যকার মানটি পেয়ে যাবেন। ভ্যারিয়েবল নিয়ে আরো বিস্তারিত জানতে পারেন নিচের দুটি লিংক থেকে:

লিংক ১

লিংক ২

পতাকায় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে "ধরি" কিওয়্যার্ড ব্যবহার করা হয়। ভ্যারিয়েবলের নাম বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হবে, নামে কোন স্পেস দেয়া যাবে না, তবে বিকল্প হিসেবে আন্ডারস্কোর ( _ ) ব্যবহার করতে পারেন। যেমন : ধরি স্পেস_যুক্ত_ভ্যারিয়েবল;

সিন্ট্যাক্স

```
ধরি ভ্যারিয়েবলের_নাম = ভ্যারিয়েবলের_মান; // উদাহরন: ধরি ক = ১০;
```


## ডাটা টাইপ
ভ্যারিয়েবল গুলা আবার অনেকগুলা টাইপের হতে পারে। যেমন সংখ্যা, বর্ণের সমষ্টি অথবা হ্যাঁ না টাইপ। উদাহরন: আপনার বয়স স্টোর করতে নাম্বার, নাম বা ঠিকানা স্টোর করতে বাংলা বর্ণমালার প্রয়োজন। পতাকা চার ধরনের ডাটা টাইপ সাপোর্ট করে:

1. নাম্বার, যেমন: ১,৩৪,৭৫৪ ইত্যাদি
2. লেখা, যেমন: “হ্যালো”
3. বুলিয়ান, যেমন: সত্য, মিথ্যা
4. অবজেক্ট, যেমন: { নাম: “পতাকা”, বয়স: “০” }
ডেটা টাইপ

ভ্যারিয়েবল আবার অনেক ধরনের হতে পারে। যেমন: সংখ্যা, বর্ণের সমষ্টি/বাক্য অথবা শুধু সত্য/মিথ্যা, হ্যা/না । উদাহরন: আপনার বয়সের জন্য পূর্ণসংখ্যা, নাম বা ঠিকানার জন্য বাংলা বর্ণমালা বা শব্দগুচ্ছের প্রয়োজন।

পতাকা বর্তমানে চার ধরনের ডেটা টাইপ সমর্থন করে:
1. নাম্বার/সংখ্যা - যেমন: ১, ৩৪, ৭৫৪, ৩৩.৩৩
2. অ্যারে/বাক্য/স্ট্রিং - যেমন: "হ্যালো", "এটা কি ২৪৪১১৩৯?"
3. বুলিয়ান - যেমন: সত্য, মিথ্যা
4. অবজেক্ট - যেমন: { নাম: "পতাকা", বয়স: "২৫" }

লক্ষ্যনীয়: অন্যান্য প্রোগ্রামিং ভাষার মতো পতাকায় ভ্যারিয়েবলের ডেটা টাইপ আগে থেকে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই।

পতাকা ভ্যারিয়েবলের ইনপুট অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপ ঠিক করে নিতে পারে।

## এ্যারে / সেট
একাধিক ভ্যালু বা ভ্যারিয়েবল কে একটি সেট বা সারিতে স্টোর করাই হল এ্যারে । যদি আপনাকে পাঁচটি ফলের নাম ভ্যারিয়েবলে রাখতে বলা হয় তাহলে হয়তো আপনি এভাবে লিখতে পারেন।
অ্যারে / সেট / বাক্য / স্ট্রিং

একাধিক ভ্যালু বা ভ্যারিয়েবল কে একটি সেট বা সারিতে রাখাই হলো এ্যারে বা স্ট্রিং। যদি আপনাকে পাঁচটি ফলের নাম ভ্যারিয়েবলে রাখতে বলা হয় তাহলে হয়তো আপনি এভাবে লিখবেন।

```
ধরি ফল_১ = "আম";
ধরি ফল_২ = "জাম";
ধরি ফল_৩ = "কলা";
ধরি ফল_৪ = "কাঁঠাল";
ধরি ফল_৫ = "তরমুজ";

দেখাও( ফল_৪ ); // কাঁঠাল
```
এভাবে পাঁচটি ভ্যালু পাঁচটি আলাদা ভ্যারিয়েবলে না রেখে একটি এ্যারেতে রাখতে পারি । এক্ষেত্রে মান গুলো তৃতীয় বন্ধনীর মাঝে লিখতে হবে এবং কমা দ্বার মান গুলো আলাদা থাকবে। এ্যারে ইন্ডেক্স শুন্য থেকে শুরু হয় । তাই প্রথম ভ্যালুটি শুন্যতম পজিশনে থাকবে এবং দ্বিতীয়টি ১ম পজিশনে থাকবে।

```
ধরি নাম_সমূহ = ["আম", "জাম", "কলা", "কাঁঠাল", "তরমুজ"];
দেখাও( নাম_সমূহ[০] ); // আম


কিন্তু আমরা পাঁচটি শব্দ আলাদা আলাদা ভ্যারিয়েবলে না রেখে একটি স্ট্রিং এ রাখতে পারি । এক্ষেত্রে শব্দগুলো তৃতীয় বন্ধনীর মাঝে লিখতে হবে এবং কমা দ্বার এদেরকে আলাদা রাখতে হবে। এ্যারে/স্ট্রিং এর ইন্ডেক্স ০ থেকে শুরু হয় । তাই প্রথম ভ্যালুটি শুন্যতম(০) পজিশনে থাকবে এবং দ্বিতীয়টি প্রথম(১) পজিশনে থাকবে।

ধরি ফলসমূহ = ["আম", "জাম", "কলা", "কাঁঠাল", "তরমুজ"];

দেখাও( নাম_সমূহ[০] ); // শুন্যতম পজিশন - আম
দেখাও( নাম_সমূহ[১] ); // জাম
দেখাও( নাম_সমূহ[২] ); // কলা
দেখাও( নাম_সমূহ[৩] ); // কাঁঠাল
দেখাও( নাম_সমূহ[৪] ); // তরমুজ
```

## রিজার্ভ কিওয়্যার্ড
কোন রিজার্ভ কিওয়্যার্ড ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না , রিজার্ভ কিওয়ার্ড গুলো নিচে দেয়া হলঃ

| ধরি | যদি | নাহলে | এবং | অথবা | সত্য | মিথ্যা | চলবে |
|:-----:|:------:|:-----:|:---:|:-------:|:-----:|:-----:|:----:|
| ফাংশন | রিটার্ন | অসীম | বার | _ইন্ডেক্স | নাল | হয় | থাকে |
| হতে | থেকে | চেয়ে | হ্যা | না | দেখাও | ইনপুট | টাইপ |

সংরক্ষিত কিওয়্যার্ড

যেহেতু এই শব্দগুলো প্রোগ্রামে বিশেষ অর্থ বহন করে, এই সংরক্ষিত কিওয়্যার্ডগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না:


উদাহরন প্রোগ্রাম

## উদাহরন
```
ধরি ক = ১০;
ধরি খ = ২০;
দেখাও( ক+খ ); // ৩০
দেখাও( ক+খ ); // যোগ করি - ৩০

ধরি মেসেজ = "আমি একজন গর্বিত বাঙ্গালি";
দেখাও( মেসেজ );

ধরি মানুষ = {

}
```


11 changes: 11 additions & 0 deletions examples/BringPotakaBack.ptk
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,11 @@
ধরি ডেভ_আছেন_কি; //ডেভেলপার আছেন তো?

ডেভ_আছেন_কি = ইনপুট(); //উত্তর ইনপুট নিন

যদি(ডেভ_আছেন_কি == "হ্যা" অথবা ডেভ_আছেন_কি == "হুম্ম")

দেখাও("পতাকা আসুক ফিরে");

নাহলে

দেখাও("ডেভেলপারকে নিয়ে পতাকা আসুক ফিরে"); //ডেভেলপারকে ফিরে আসতেই হবে :)