Skip to content

Commit

Permalink
index with zero
Browse files Browse the repository at this point in the history
  • Loading branch information
ikrum committed Sep 17, 2016
1 parent 9f6a5ee commit deb3a46
Show file tree
Hide file tree
Showing 2 changed files with 28 additions and 11 deletions.
14 changes: 8 additions & 6 deletions docs/loop.md
Original file line number Diff line number Diff line change
Expand Up @@ -39,10 +39,10 @@
## লুপ এর ইন্ডেক্স
প্রোগ্রামিং এ ইন্ডেক্স বলতে পজিশন বা লোকেশনকে নির্দেশ করে। লুপ এ ইন্ডেক্স বলতে বুঝি যে এই মূহূর্তে কোড ব্লক টি কততম বার এক্সিকিউট হতে যাচ্ছে। পতাকায় লুপ ব্লকের মাঝে _ইন্ডেক্স নামে একটি রিড-অনলি ভ্যারিয়েবল আছে যা লুপের বর্তমান পজিশন নির্দেশ করে।

নোট: _ইন্ডেক্স এর মান থেকে শুরু হয়
নোট: _ইন্ডেক্স এর মান থেকে শুরু হয়

```
// থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম
// থেকে পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম
লুপ(১০ বার){
দেখাও(_ইন্ডেক্স);
}
Expand All @@ -61,7 +61,7 @@
```
// ইনফিনিট লুপ
লুপ(){
ধরি বয়স = _ইন্ডেক্স ;
ধরি বয়স = _ইন্ডেক্স + ১;
যদি(বয়স ৮০ হয়){
দেখাও("এ দুনিয়া থেকে বিদায় নিলাম");
থামো ; // লুপ বন্ধ করা
Expand All @@ -78,18 +78,20 @@
*/
```

## কন্টিনিউ স্টেটমেন্ট
## কন্টিনিউ স্টেটমেন্ট
কন্টিনিউ স্টেটমেন্ট অনেকটা ব্রেক স্টেটমেন্ট এর মত । তবে এটি লুপ থামিয়ে দেয় না বরং একটি লুপকে পরবর্তী কোড রান করতে বাধা দেয় এবং পরবর্তী লুপ রান করে। সহজভাবে বলতে গেলে এটি অনেকটা SKIP বাটনের মত কাজ করে। কন্টিনিউ স্ট্যাটমেন্ট এ "চলবে" কিওয়্যার্ডটি ব্যবহার করা হবে। তবে পতাকার স্ট্যাবল রিলিজে এই কিওয়্যার্ডটি পরিবর্তন হতে পারে।

```
লুপ(১০ বার){
যদি(_ইন্ডেক্স % ২ == ০ ){
চলবে; // পরবর্তী লাইন গুলো রান হবে না, আরেকটি লুপ শুরু হবে।
}
দেখাও(_ইন্ডেক্স);
দেখাও(_ইন্ডেক্স + ১);
}
// আউটপুট: ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় নাম্বার গুলো প্রিন্ট হবে।
// আউটপুট: ২,৪,৬,৮,১০
// ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যা গুলো প্রিন্ট হবে।
```

## রেগুলার লুপ
Expand Down
25 changes: 20 additions & 5 deletions lib/parser.js
100644 → 100755

Some generated files are not rendered by default. Learn more about how customized files appear on GitHub.

0 comments on commit deb3a46

Please sign in to comment.