You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
যখন শব্দের শুরুতে বা শেষে- ' " ক্যারেক্টার দুটি লেখা হবে, তখন স্বয়ংক্রিয়ভাবে এগুলোকে যেন ‘ ’ ও “ ” ইত্যাদি দ্বারা রিপ্লেস করা যায়। স্বয়ংক্রিয়ভাবে করা না গেলে সাজেশন লিস্টে যোগ করা যেতে পারে।
উদাহরণস্বরূপ : "'ইসলাম' অর্থ আত্মসমর্পণ।" এর স্থলে “‘ইসলাম’ অর্থ আত্মসমর্পণ।”
সমস্যা : LibreOffice এ ডকুমেন্ট এডিট করার সময় এই সমস্যাটা ফেস করি। ফিক্সড ও ফোনেটিক কোনও লেআউট দিয়েই ক্যারেক্টারগুলো রিপ্লেস হয়না। তবে ইংরেজী টেক্সটের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো অটো রিপ্লেস হয়।
তাছাড়া অন্য যেকোনও জায়গায় এই ক্যারেক্টারগুলো সাধারণত কম ব্যবহার হয়।
সমাধান : অন্য কোনো ইংরেজীতে লেখা লাইন থেকে কপি করা বা ইনপুট প্যানেল থেকে যোগ করা। তবে এতে সময় খরচ হয় বেশী। ফিক্সড লেআউট ইউজারদের জন্য আরেকটি সমাধান হলো লেআউটটি এডিট করে সেখানে ‘ ’ “ ” ক্যারেক্টারগুলো যোগ করে নেয়া। আমি আমার কীবোর্ড লেআউট Avro Layout Editor ব্যবহার করে এডিট করে ক্যারেক্টারগুলো যোগ করে নিয়েছি। এভাবে LibreOffice ছাড়াও অন্যান্য সফটওয়ারেও ‘ ’ “ ” ক্যারেক্টারগুলো সহজেই লিখা যাচ্ছে।
reacted with thumbs up emoji reacted with thumbs down emoji reacted with laugh emoji reacted with hooray emoji reacted with confused emoji reacted with heart emoji reacted with rocket emoji reacted with eyes emoji
-
যখন শব্দের শুরুতে বা শেষে- ' " ক্যারেক্টার দুটি লেখা হবে, তখন স্বয়ংক্রিয়ভাবে এগুলোকে যেন ‘ ’ ও “ ” ইত্যাদি দ্বারা রিপ্লেস করা যায়। স্বয়ংক্রিয়ভাবে করা না গেলে সাজেশন লিস্টে যোগ করা যেতে পারে।
উদাহরণস্বরূপ : "'ইসলাম' অর্থ আত্মসমর্পণ।" এর স্থলে “‘ইসলাম’ অর্থ আত্মসমর্পণ।”
সমস্যা : LibreOffice এ ডকুমেন্ট এডিট করার সময় এই সমস্যাটা ফেস করি। ফিক্সড ও ফোনেটিক কোনও লেআউট দিয়েই ক্যারেক্টারগুলো রিপ্লেস হয়না। তবে ইংরেজী টেক্সটের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো অটো রিপ্লেস হয়।
তাছাড়া অন্য যেকোনও জায়গায় এই ক্যারেক্টারগুলো সাধারণত কম ব্যবহার হয়।
সমাধান : অন্য কোনো ইংরেজীতে লেখা লাইন থেকে কপি করা বা ইনপুট প্যানেল থেকে যোগ করা। তবে এতে সময় খরচ হয় বেশী। ফিক্সড লেআউট ইউজারদের জন্য আরেকটি সমাধান হলো লেআউটটি এডিট করে সেখানে ‘ ’ “ ” ক্যারেক্টারগুলো যোগ করে নেয়া। আমি আমার কীবোর্ড লেআউট Avro Layout Editor ব্যবহার করে এডিট করে ক্যারেক্টারগুলো যোগ করে নিয়েছি। এভাবে LibreOffice ছাড়াও অন্যান্য সফটওয়ারেও ‘ ’ “ ” ক্যারেক্টারগুলো সহজেই লিখা যাচ্ছে।
Beta Was this translation helpful? Give feedback.
All reactions